🚚 Shipping & Returns Policy

WalkbuzzBD একটি বিশ্বস্ত অনলাইন জুতা শপ, যেখানে আমরা গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের পণ্য এবং সেরা সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার কেনাকাটার অভিজ্ঞতা সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত রাখতে নিচে আমাদের ডেলিভারি, ফ্রি শিপিং, রিটার্ন, এক্সচেঞ্জ ও রিফান্ড পলিসি বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

🚚 ডেলিভারি ও শিপিং তথ্য

📦 ডেলিভারি এলাকা ও সময়
  • WalkbuzzBD বাংলাদেশের সব জেলা ও উপজেলায় ডেলিভারি সেবা প্রদান করে।

  • প্রত্যন্ত বা দুর্গম এলাকায় ডেলিভারি সময় তুলনামূলক বেশি লাগতে পারে।

  • অর্ডার কনফার্ম হওয়ার পর সাধারণত ২–৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি সম্পন্ন করা হয়।

  • চট্টগ্রামের ভিতরে সাধারণত ১–৩ কার্যদিবস সময় লাগে।

  • বিশেষ ছুটি, প্রাকৃতিক দুর্যোগ বা ক্যাম্পেইনের সময় ডেলিভারিতে বিলম্ব হতে পারে।

🚚 ফ্রি শিপিং পলিসি
  • নির্দিষ্ট অর্ডার ভ্যালু বা নির্বাচিত পণ্যের ক্ষেত্রে ফ্রি শিপিং সুবিধা প্রযোজ্য।

  • ফ্রি শিপিং অফার সময়ভেদে পরিবর্তিত হতে পারে এবং পূর্ব ঘোষণা ছাড়াই আপডেট করা হতে পারে।

  • কাস্টমাইজড বা স্পেশাল অর্ডারের ক্ষেত্রে ফ্রি শিপিং প্রযোজ্য নাও হতে পারে।

  • ফ্রি শিপিং শুধুমাত্র বাংলাদেশ সীমার মধ্যে প্রযোজ্য।

👟 পণ্য গ্রহণের সময় গ্রাহকের দায়িত্ব
  • ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্য গ্রহণের সময় প্যাকেট ভালোভাবে চেক করে নিন।

  • প্যাকেট ছেঁড়া, ক্ষতিগ্রস্ত বা ভুল পণ্য হলে তাৎক্ষণিকভাবে আমাদের কাস্টমার কেয়ারকে জানাতে হবে

  • পণ্য গ্রহণের পর কোনো দৃশ্যমান ক্ষতির দায় WalkbuzzBD বহন করবে না।

🔄 রিটার্ন পলিসি (Return Policy)

আমরা চাই আপনি আপনার কেনাকাটায় সন্তুষ্ট থাকুন। তাই নির্দিষ্ট শর্তে রিটার্ন সুবিধা দেওয়া হচ্ছে।

✅ রিটার্ন করার যোগ্যতা
  • পণ্য ডেলিভারির ৭ দিনের মধ্যে রিটার্ন অনুরোধ করতে হবে।

  • জুতা অবশ্যই সম্পূর্ণ অব্যবহৃত, পরিষ্কার এবং অরিজিনাল বক্সসহ থাকতে হবে।

  • পণ্যের ট্যাগ, স্টিকার ও ইনভয়েস অক্ষত থাকতে হবে।

❌ যেসব ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়
  • ব্যবহৃত, ধোয়া বা ক্ষতিগ্রস্ত জুতা

  • অরিজিনাল বক্স ছাড়া পণ্য

  • নির্ধারিত সময়সীমার পরে রিটার্ন অনুরোধ

  • ক্লিয়ারেন্স বা বিশেষ ডিসকাউন্টেড পণ্য (যদি উল্লেখ থাকে)

💸 রিফান্ড পলিসি (Refund Policy)

  • রিটার্নকৃত পণ্য আমাদের ওয়্যারহাউজে পৌঁছানোর পর যাচাই করা হবে।

  • যাচাই সফল হলে ৫–৭ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রসেস করা হবে।

  • রিফান্ড প্রদান করা হবে বিকাশ / নগদ / ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে।

  • ক্যাশ অন ডেলিভারি অর্ডারের ক্ষেত্রে রিফান্ডে অতিরিক্ত সময় লাগতে পারে।

📦 কিভাবে রিটার্ন করবেন

  1. আমাদের ফেসবুক পেজ বা কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করুন

  2. অর্ডার নম্বর ও সমস্যার বিবরণ দিন

  3. আমাদের নির্দেশনা অনুযায়ী পণ্য পাঠান

  4. যাচাই শেষে রিটার্ন/এক্সচেঞ্জ/রিফান্ড সম্পন্ন হবে

⚠️ বিশেষ নোট

  • WalkbuzzBD যেকোনো সময় এই পলিসি পরিবর্তন বা আপডেট করার অধিকার সংরক্ষণ করে।

  • ওয়েবসাইটে প্রদর্শিত পলিসিই চূড়ান্ত বলে গণ্য হবে।

  • অর্ডার করার মাধ্যমে গ্রাহক এই পলিসির সব শর্তে সম্মতি প্রদান করেন।

Shopping Cart